এসপি’র স্ত্রী হত্যা : চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ১২:৫৬ পিএম
এসপি’র স্ত্রী হত্যা : চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডকে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

কমিশনার বলেন, ‘এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ বাহিনী এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’

ইকবাল বাহার বলেন, চট্টগ্রামের বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে রোববার গভীর রাতে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলটির গন্তব্যের বিষয়টি শনাক্ত করা হবে। এছাড়া মোটরসাইকেলটির যেহেতু নাম্বার আছে, সেহেতু এটা কার তা বের করা যাবে। এটা ভাড়ায় চালিত না ছিনতাই করা তাও অনুসন্ধানে বের হয়ে আসবে। হত্যাকান্ডের ফুটেজগুলো বেশ অস্পষ্ট হলেও তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম পুলিশের এ কমিশনার  বলেন, ‘এই হত্যা যে জঙ্গিরাই করেছে তা এখনই বলা যাবে না। এখনও তদন্তের অনেক বিষয় রয়েছে। শিবিরের সাবেক নেতাকর্মীদের একটি বড় অংশ এখন জঙ্গি হিসেবে কাজ করছে। আগামী কালের (মঙ্গলবার) মধ্যে আপনাদের একটা বড় ধরনের অগ্রগতির কথা জানাতে পারবো বলে আশা করছি।’

সোনালীনিউজ/ঢাকা/এসকে 
 

Link copied!