করোনা আপডেট

দেশে একদিনে মৃত্যুতে সব রেকর্ড ছাড়ালো

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৫:৪৩ পিএম
দেশে একদিনে মৃত্যুতে সব রেকর্ড ছাড়ালো

ফাইল ছবি

ঢাকা :  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ সর্বাধিক। এর আগে রোববার (১১ এপ্রিল) দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়।

একই সময় ৭ হাজার ২০১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন মৃত ৮২ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৮২২ জনে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ ।

এর আগে গতকাল রোববার (১১ এপ্রিল) আরও ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান আরও ৭৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৯৯১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৪০৮ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!