উত্তরায় লিফট ছিঁড়ে আগুন, আরেকজনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০১৬, ১০:৪৯ এএম
উত্তরায় লিফট ছিঁড়ে আগুন, আরেকজনের মৃত্যু

রাজধানীর উত্তরা বহুতল বিপণিবিতানের লিফট ছিঁড়ে আগুন লাগার ঘটনায় মাহমুদুল হাসান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে মৃতের সংখ্যা দাড়ালো সাতজনে।

শনিবার (২৫) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। নিহত মাহমুদুল হাসান ওই ভবনের প্রকৌশলী ছিলেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল বলেন, মাহমুদুলের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় উত্তরার আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে পড়ার পর বিস্ফোরণ হয়। এতে লিফটের পাশের দেয়াল ধসে বেজমেন্টে অপেক্ষমাণ কয়েকজনের ওপর পড়লে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, লিফট ছিঁড়ে ও আগুনে গতকালই ছয়জনের মৃত্যু হয়। আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন চারজনের মধ্যে একজন আজ ভোরে মারা গেলেন।

সোনালীনিউজ/ঢাকা/এএম
 

Link copied!