পেছাচ্ছে কর্মচারীদের মহাসমাবেশ, আসছে নতুন জোট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২২, ০২:৫৬ পিএম
পেছাচ্ছে কর্মচারীদের মহাসমাবেশ, আসছে নতুন জোট

ঢাকা: নবম জাতীয় পে-স্কেল, মহার্ঘ্য ভাতা, বেতন বৈষম্য নিরসনসহ সরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঘোষিত মহাসমাবেশ পেছাচ্ছে। পূর্ব ঘোষিত ২৭ মে’র মহাসমাবেশের তারিখ পিছিয়ে ৩ জুন করা হয়েছে।

জানা গেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের বৃহত্তর স্বার্থে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের দুই জোট ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’  এবং ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটি’-এর সমন্বয়ে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম’ নামে নতুন জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

রোববার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণাসহ বিস্তরিত তুলে ধরবেন নেতারা। 

সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওয়ারেছ আলীকে দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের মুখ্য সমন্বয়ক, ফেডারেশনের আরেক অংশের সভাপতি হেদায়েত হোসনকে আহবায়ক করা হয়েছে। এছাড়া অন্যান্য সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।  

নতুন জোটে পরিধি বেড়ে সংগঠনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। 

সরকারি কর্মচারীরে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে মহাসমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

এর আগে গত ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দেশের বিভাগীয় শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ শেষে ২৭ মার্চ ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সোনালীনিউজ/আইএ

Link copied!