পূর্বধলায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৫:৩১ পিএম
পূর্বধলায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে মাসুদ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় ডগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাসুদ মিয়া ওই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদের আগে থেকেই মৃগীরোগ ছিল। দুপুর পৌনে ১টার দিকে বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে প্যাঁচ লেগে পানিতে ডুবে যায় মাসুদ। পরে পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সোনালীনিউজ/এনএন

Link copied!