সর্বনিম্ন ২৭ হাজার বেতন ও ৫০ লাখ টাকা গৃহ ঋণ চান সরকারি কর্মচারীরা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২২, ০২:১৭ পিএম
সর্বনিম্ন ২৭ হাজার বেতন ও ৫০ লাখ টাকা গৃহ ঋণ চান সরকারি কর্মচারীরা 

ঢাকা: অবিলম্বে নবম পে কমিশন গঠনসহ ৬ দফা পূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।

শুক্রবার (২৭ মে) সকালে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে কর্মচারীদের সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন নির্ধারণ ও বিনাসুদে সহজ শর্তে ৫০ লক্ষ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান পূর্বক ৬ দফা দাবিনামা পেশ করে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মানিক মৃধা। 

দাবিসমূহের বিষয়ে কর্মচারীদের মনের পুঞ্জিভূত ক্ষোভ ও হতাশা নিরসনের লক্ষ্যে আগামী ৩০ জুনের মধ্যে সরকারের দায়িত্বশীল মহল থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে কিংবা বাজেটে এর কোন দৃশ্যমান প্রতিফলন না থাকলে ১ জুলাই থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, কার্যকরী সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু, কেন্দ্রীয় উপদেষ্টা এম.এ আউয়াল, সহ সভাপতি খন্দকার বাবুল, মো.
শাহ আলম, মোফাজ্জল হোসেন, মো. মানিক মিয়া, কুতুব উদ্দিন সেলিম, মো. মোশারফ হোসেন, ফনি ভূষণ দাশ, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, ঢাকা মহানগর সভাপতি কামাল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি প্রমুখ।

সংবাদ সম্মেলনে পেশকৃত ৬ দফা দাবি:
১. বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙ্গে ১০ ধাপে বেতন নির্ধারণ পূর্বক নবম বেতন কমিশন গঠনসহ ১:৫ হারে বেতন বিন্যাস পূর্বক হয় সদস্যের একটি পরিবারের জন্য জন প্রতি দৈনিক ১৫০ টাকা হারে সর্বনিম্ন ২৭০০০ টাকা মূল বেতন নির্ধারণ করে পেনশন আচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা প্রদান;

২. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান;

৩. নিয়োগের ক্ষেত্রে ৪০ শতাংশ ৪র্থ শ্রেণী কর্মচারীদের পোষ্য কোটা সংরক্ষণ এবং উচ্চ শিক্ষিত ৪র্থ শ্রেণী কর্মচারীদের সরাসরি পরবর্তীস্তরে পদায়নের ব্যবস্থা গ্রহণ;

৪. কর্মচারীদের গ্রীষ্ম ও শীতকালীন সাজ পোষাক ভাতা, ধোলাই ভাতার মত বেতনের সাথে প্রদান;

৫. আউটসোর্সিং, কন্টিনজেন্সীপেইড, মাস্টাররোল, ক্যাজুয়াল, কার্যভিত্তিক ও ভাউচার ভিত্তিক নিয়োগকৃত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বখাতে অন্তর্ভূক্তি;

৬. ঢাকাসহ সারাদেশে কর্মরত ৪র্থ শ্রেণী কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বিনাসুদে সহজ শর্তে ৫০ লক্ষ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান;

সোনালীনিউজ/আইএ

Link copied!