বাণিজ্য নয়, সেবাকে গুরুত্ব দিন : রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৬, ০৫:৩৩ পিএম
বাণিজ্য নয়, সেবাকে গুরুত্ব দিন : রাষ্ট্রপতি

বাণিজ্যের চেয়ে মানুষের সেবাকে বেশি গুরুত্ব দিতে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিশোরগঞ্জের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিক্যাল কলেজকে ব্যবসায়ী প্রতিষ্ঠান এন জেড গ্রুপের পক্ষ থেকে সোমবার বঙ্গভবনে অ্যাম্বুলেন্স দেয়ার অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। আজ মঙ্গলবার (১৯ জুলাই) বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ ড. এ এন এম নওশাদের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এন জেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এন জেড গ্রুপকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে হাওর এলাকাসহ কিশোরগঞ্জের দরিদ্র মানুষ উপকৃত হবে।

বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে বাণিজ্যিক চিন্তা-ভাবনা না করে আর্তমানবতার সেবাকে অধিক গুরুত্ব দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!