তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৬, ০৪:০৯ পিএম
তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান

জঙ্গি তৎপরতা দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহা পরিদর্শক একে এম শহিদুল হক। শনিবার দুপুরে বান্দরবান শহরের কাছে মিলনছড়ি এলাকায় পুলিশ কর্টেরজন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর দেয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিষয়ে জনগণকে আরো বেশি সচেতন হতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ভাড়টিয়া ও অপরিচিত লোকদের সম্পর্কে তথ্য দিতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। জনগণ পাশে থাকলে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষে সহায়ক হবে।

জঙ্গি তৎপরতা দমনে পুলিশ সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান আইজিপি।

পার্বত্য চট্রগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধেও পুলিশকে সহায়তা করার কথাও বলেছেন তিনি। এ সময় তার সাথে পুলিশের চট্রগ্রাম রেজ্ঞের ডিআইজি শফিকুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান, রাঙ্গামাটির পুলিশ সুপার সাইদ তারিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেলা ১২ টায় আইজিপি বান্দরবানে এসে পৌছান। পরে তিনি সড়ক বিভাগের রেস্ট হাউসে যান সেখান থেকে মিলন ছড়ি ও পরে নীলাচল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!