ব্যয় কমাতে গণভবনে হবে না ইফতার পার্টি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৪:১৭ পিএম
ব্যয় কমাতে গণভবনে হবে না ইফতার পার্টি

ঢাকা: এবছর রমজানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইফতার পার্টির আয়োজন করা হবে না। 

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে রমজান মাসে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন এতিমদের জন্য যে ইফতার আয়োজন হতো, তা বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

 

সোনালীনিউজ/আইএ

Link copied!