কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৫:২২ পিএম
কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢাকা: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামি।

মারা যাওয়া হাজতির নাম মো. ফজর আলী গাজী। বুধবার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ফজর আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

৭১ বছর বয়সি ফজর আলী গাজীর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে শ্যামনগরের কদমতলায়।

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালের ২৬ আগস্ট একটি মামলা করেন চন্দনা রাণী মণ্ডল নামের এক নারী। ওই মামলায় ফজর আলীসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলা হওয়ার ১৩ বছর পর গত বছরের ৭ সেপ্টেম্বর ফজর আলী গাজীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে কারাগারেই ছিলেন ফজর।

সোনালীনিউজ/আইএ

Link copied!