ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে আদাজল খাওয়ালেন শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ০২:০১ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে আদাজল খাওয়ালেন শেখ হাসিনা

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে ম্যাক্রো পৌঁছলে ফরাসি রীতি অনুযায়ি তাকে শ্যাম্পেন দিয়ে আপ্যায়ন করা হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসে দেয়া হয় আদা জল। শেখ হাসিনা রীতি অনুযায়ী ম্যাক্রোঁর গ্লাসে গ্লাস ঠুকে চিয়ার্স করেন।

অবশ্য ম্যাক্রোঁ মঞ্চে উঠার আগে গ্লাসের আদাজল সম্পর্কে উপস্থিত অতিথিদের উদেশ্যে শেখ হাসিনা বাংলায় বলেন, সবাই আদাজল খাবেন। এ সময় অতিথিদের মধ্যে হাসির সৃষ্টি হয়।

গণভবনের ভাষণে ম্যাক্রো বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ট্রিমেন্ডাস উন্নতি করেছে। ফ্রান্স সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করে বলেন, ফ্রান্স এই নেতৃত্বকে সবসময় সহযোগীতা করবে।

তিনি বলেন, ১৯৭১ সালে এদেশের জনগণ যে বীরত্বপূর্ণ আত্মত্যাগ করেছে তাদের  প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম উপায় হলো বাংলাদেশের উত্তোরোত্তর সাফ্যলকে স্বীকার করে নেয়া। ম্যাক্রো এর আগে  ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানায়, শেখ রেহানা ও শেখ  রেদোয়ান সিদ্দিকী।

এমটিআই

Link copied!