ঢাকা : দ্বাদশ সংসদ নির্বাচনের আগের রাতে ১৫টি অগ্নিসংযোগের ঘটনায় ১০টি যানবাহন ভস্মিভূত হয়েছে।
সারা দেশে শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এসব আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ ঘণ্টায় ১৫টি অগ্নিসংযোগের খবর তারা পেয়েছে। এসব ঘটনায় যানবাহনের পাশাপাশি পুড়েছে সাতটি স্থাপনাও।
শনিবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা শহরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেনি। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও পাকুন্দিয়া অগ্নিকাণ্ড ঘটে। সিলেট বিভাগের হবিগঞ্জে একটি, চট্টগ্রাম বিভাগের ফেনীতে দুটি ও চট্টগ্রাম শহরে একটি, ময়মনসিংহ সদরে একটি, মুক্তাগাছায় একটি, কেন্দুয়ায় একটি, খুলনা সদরে একটি, বরিশাল বিভাগে চারটি ও রংপুর বিভাগে একটি অগ্নিসংযোগ করা হয়।
আগুনে তিনটি বাস, একটি ট্রাক, কভার্ড ভ্যান তিনটি, মোটরসাইকেল দুইটি, প্রাইভেটকার একটি, শিক্ষা প্রতিষ্ঠান চারটি, নির্বাচনি ক্যাম্প একটি, কমিশনারের অফিস অফিস একটি এবং নৌকা প্রতীকের একটি ক্যাম্প পুড়েছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :