ঢাকা: জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় অবস্থান নেয় ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠন। রাত ১০টার পরপরই হঠাৎ এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ শুরু হয় রাত ১০টার দিকে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, দিনভর শান্তিপূর্ণ কর্মসূচি চললেও রাতে কিছু লোক মিডিয়ার সামনে উসকানিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন। তাদেরকে এ ধরনের কথাবার্তা থেকে বিরত রাখতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়।
জুলাই যোদ্ধা সংগঠনের নেতাকর্মীদের দাবি, এনসিপির ৩ আগস্টের কর্মসূচিকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা বলেন, “আমরা অবস্থান চালিয়ে গেলে শাহবাগে এনসিপির সমাবেশ করা সম্ভব হবে না—এই কারণেই এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি আমাদের পরিচয় ব্যবহার করে হামলা চালায়।”
অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, “আমরাও জুলাই যোদ্ধা। কিন্তু পিজি হাসপাতালে অবস্থান করায় আমরা দিনের প্রোগ্রামের খবর জানতাম না। রাতের দিকে যোগ দিতে গেলে তারা আমাদের আইডি কার্ড দেখাতে বলে। জুলাই যোদ্ধা প্রমাণ করতে আমাদের কি এখন আইডি কার্ড নিয়েই ঘুরতে হবে?”
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
ওএফ
আপনার মতামত লিখুন :