ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আর্থিক খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম চালিয়ে দেশকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।"
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান’ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “দেশের কৃষি বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান অনস্বীকার্য। বর্তমানে অন্যান্য অনেক ব্যাংকের অবস্থা সংকটাপন্ন হলেও কৃষি ব্যাংক তেমন কোনো বড় সংকটে নেই, এটি ইতিবাচক দিক।”
অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মো. খালেদা জুম্মানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওএফ
আপনার মতামত লিখুন :