ঢাকা: ঢাকার মহাখালীতে একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিট সেখানে গেছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ অগ্নিকাণ্ডের ফলে সামনের রাস্তায় চলাচল বন্ধ হয়েছে। মহাখালী ফ্লাইওভারের ওপরও একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফিলিং স্টেশনের পাশেই রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছে।
এআর
আপনার মতামত লিখুন :