রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৬, ১১:৪৫ এএম
রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় বাবুল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার সকালে বংশাল ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বাবুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়োটারে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, বাবুল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল আটটার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ফায়ার সার্ভিসের সামনে শুভযাত্রা পরিববহনের নামের একটি বাস আইল্যান্ডের উপরে উঠে যায়। তখন বাবুল হাওলাদার ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে ওই বাস বাবুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, বাবুলের শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাবুল হাওলাদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের সুমন হাওলাদারের ছেলে। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!