বজ্রপাতে সারাদেশে কৃষক-শিক্ষার্থীসহ প্রাণ গেল ১০ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:৩৮ পিএম
বজ্রপাতে সারাদেশে কৃষক-শিক্ষার্থীসহ প্রাণ গেল ১০ জনের

ছবি : প্রতীকী

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনে ছয় জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও কৃষক।

রোববার (৫ অক্টোবর) বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।

আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

রোববার সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

সাঘাটার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিবর (৫০)।

গাবতলীর নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শেফালি বেগম (৪০) নামে এক নারী মারা যান। তিনি ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

মৌসুমি বৃষ্টির সঙ্গে বজ্রপাত বেড়ে যাওয়ায় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সবাইকে খোলা জায়গায় কাজের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এসএইচ

Link copied!