অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১৬, এখনো নিখোঁজ অনেকে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:২১ পিএম
অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১৬, এখনো নিখোঁজ অনেকে

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

আগুনে আটজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান।

এর আগে এদিন বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পিএস

Link copied!