১৫ সেনা কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়ে কী ভাবছে সরকার?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৩৬ পিএম
১৫ সেনা কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়ে কী ভাবছে সরকার?

ফাইল ছবি

গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য সরকারিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ প্রশাসন। আদালত গত ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনও গ্রেফতার কার্যকর হয়নি। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তারা সেনা হেফাজতে রয়েছেন।

প্রসিকিউশন বিভাগের মতে, গ্রেফতারের এখতিয়ার পুলিশের হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নির্দেশের ওপর নির্ভর করছে। ঢাকার সেনানিবাসে একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে গ্রেপ্তারকালে অভিযুক্তদের রাখা হতে পারে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে। আদালত নির্দেশ দিলে তাদের সাময়িক কারাগারে রাখা হবে, যা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে পরিচালিত হবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দাবি করেছে, হেফাজতে থাকা অভিযুক্তদের সুষ্ঠু বিচারের জন্য প্রয়োজনে সেনা আইন সংশোধন করা উচিত। তারা বলেন, বিচার হবে স্বচ্ছ, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে।

সেনানিবাসে সাময়িক কারাগার ঘোষণার প্রজ্ঞাপন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর-৫৪কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

আদালতের নির্দেশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার কার্যক্রম শুরু হবে। এর আগে ১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে।

এসএইচ

Link copied!