বিমানবন্দরে আগুন, উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:৩৩ পিএম
বিমানবন্দরে আগুন, উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে কাজ করছে। দুর্ঘটনাস্থলকে ঘিরে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছেন, আগুন লাগার কারণে কিছু ফ্লাইটের ওঠানামা সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক করতে বিজিবি সদস্যরা সাহায্য করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কার্গো সেকশনে দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে, তাই উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এসএইচ
 

Link copied!