১২ চ্যালেঞ্জ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:১৬ এএম
১২ চ্যালেঞ্জ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই উচ্চপর্যায়ের বৈঠকটি সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকে উপস্থিত রয়েছেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাংলাদেশ কোস্টগার্ডে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র‍্যাব হেডকোয়ার্টার্সের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) জি এম আজিজুর রহমান ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।

আলোচনায় ১২টি মূল চ্যালেঞ্জ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য: ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার নিরাপত্তা, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধ, সেনা মোতায়েন ও হেলিকপ্টার সহায়তা পরিকল্পনা, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি রোধে কৌশল নির্ধারণ, পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা উন্নয়ন এবং নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রস্তাব।

ইসি সূত্র জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই বৈঠককে কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

এম

Link copied!