ঢাকায় বিভিন্ন স্থানে একযোগে আওয়ামী লীগের বিক্ষোভ, গ্রেপ্তার ১৩১

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:২৫ পিএম
ঢাকায় বিভিন্ন স্থানে একযোগে আওয়ামী লীগের বিক্ষোভ, গ্রেপ্তার ১৩১

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭) ও মো. রিয়াজ উদ্দিন (৪৯)।

 

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেন। ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, কুড়িল দিক থেকে আসা মিছিলে ধাওয়া দিলে তিনজনকে আটক করা হয়। একই ঘটনায় খিলক্ষেত থানা চারজনকে আটক করেছে।

শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ প্রধান সড়কে কয়েকশ মানুষ মিছিল শুরু করেন এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।

ওয়ারীর জয়কালি মন্দির এলাকায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, কারা মিছিলে অংশ নিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার, তেজগাঁও শিল্পাঞ্চলের ভূমি ভবনের আশপাশ, সাতরাস্তা মোড়, বাটা সিগন্যাল, উত্তরা ৩ নম্বর সেক্টর, আগারগাঁও বেতার ভবন এবং রমনার মৎস্য ভবন এলাকাতেও মিছিল দেখা যায়। মতিঝিলের দিলকুশায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি মিছিল হয়, তবে কাউকে আটক করা যায়নি। পুলিশ এখনো এলাকায় অভিযান চালাচ্ছে।

রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে সকাল ১১টার দিকে মিছিলের সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে দেখা যায় পুলিশকে। তবে তাকে কোন থানা গ্রেপ্তার করেছে তা জানা যায়নি।

উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে আওয়ামী লীগের প্রায় বিশজন কর্মী মিছিল করেন। রবীন্দ্র সরণিতে পৌঁছালে অজ্ঞাত কিছু লোক ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসএইচ

Link copied!