সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ‘কাতার বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না’—এমন প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২১ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে মন্ত্রণালয় জানায়, কাতারের শ্রমবাজার স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বাংলাদেশ থেকে নিয়মিতভাবে শ্রমিক পাঠানো হচ্ছে।
বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কাতারে এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী গেছেন। বর্তমানে দেশটিতে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন।
মন্ত্রণালয় মনে করে, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এছাড়া ‘ফ্রি ভিসা’ নামে কথিত ভিসা ব্যবস্থার বিষয়েও মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। জানানো হয়, কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো সরকারি বা বৈধ ভিসা পদ্ধতি নেই; তাই এমন প্রলোভনে না পড়তে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বিদেশে কর্মসংস্থান সম্পর্কিত তথ্য জানতে হলে সরকারি সূত্র বা অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যোগাযোগ করতে হবে—অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।
এম
আপনার মতামত লিখুন :