স্টেশনে ঢুকে না উঠলেও দিতে হবে ১০০ টাকা, মেট্রোরেলের নতুন নিয়মে যাত্রীদের ক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:৪৭ এএম
স্টেশনে ঢুকে না উঠলেও দিতে হবে ১০০ টাকা, মেট্রোরেলের নতুন নিয়মে যাত্রীদের ক্ষোভ

ঢাকা মেট্রোরেলে স্টেশন/ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোরেলে স্টেশনে প্রবেশ করে ট্রেনে না উঠেই বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটা হবে— এমন নতুন নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর আগে মেট্রোরেলের স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে কেউ যদি পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যেতেন, তবে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।

কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন থেকে ফ্রি এন্ট্রি-এক্সিট করা যাবে না। যাত্রা না করলেও ১০০ টাকা কাটা হবে।

ডিএমটিসিএল স্টেশনগুলোর নোটিশ বোর্ডে একটি নির্দেশনা টাঙানো হয়েছে। তাতে লেখা:
“সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”

নতুন এই নীতিমালার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে একজন যাত্রী নিয়মটি তুলে ধরলে সেখানে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানান।

অনেকেই লিখেছেন, ‘হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা জরুরি প্রয়োজনে বের হতে হয়, সে ক্ষেত্রেও ১০০ টাকা কাটা উচিত না।’

কেউ বলছেন, ‘ভাড়া ফাঁকি রোধ করতে গিয়ে নিরীহ যাত্রীদের শাস্তি দেওয়া হচ্ছে।’ আবার কেউ বলছেন, ‘ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু ১০০ টাকা অতিরিক্ত।’

এম

Link copied!