বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৬:০৮ পিএম
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে

ফাইল ছবি

ঢাকা: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

বেলা ১১টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার কথা ছিল তার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

নিজের পক্ষ থেকে মিলন সাংবাদিকদের বলেন, পুরোনো পাসপোর্ট সঙ্গে থাকার কারণে তার নাম ঠিকমতো মিলেনি। তিনি বলেন, ‘পুরোনো পাসপোর্টে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। তবে রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।’

এসএইচ

Link copied!