দেশ রক্ষায় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৮:২৭ এএম
দেশ রক্ষায় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের সামনে রয়েছে এক মহা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ পেরোতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার এক বার্তায় জাতির উদ্দেশে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা যে জাতীয় ঐক্যের নজির স্থাপন করেছি, সেটি অটুট রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী শক্তি এখনো সক্রিয়ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। গত পনেরো মাসে আমরা তাদের নানা ষড়যন্ত্র একসঙ্গে প্রতিহত করেছি—এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ এখন আমাদের হাতে। এই কঠিন চ্যালেঞ্জ কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান একা মোকাবিলা করতে পারবে না। তাই রাজনৈতিক ভিন্নতা থাকলেও, গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, যা গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়, যার সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা নিজেই। কমিশনের মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর।

ড. ইউনূস বলেন, জুলাই জাতীয় সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি আমাদের গণতন্ত্রের স্থায়ী ভিত্তি রচনার দিকনির্দেশক। এই সনদ ভবিষ্যৎ নির্বাচনের পথ সুগম করবে এবং রাষ্ট্রে জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বিদেশি মধ্যস্থতার ওপর নির্ভর করে আমরা রাজনৈতিক সংলাপের চেষ্টা দেখেছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে যে—আমাদের সংকটের সমাধান আমাদেরই করতে হবে। এই আত্মনির্ভরতা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করেছে।

তিনি বলেন, জনগণ এখন আশায় আছে এমন পরিবর্তনের, যা গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করবে, স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাবে এবং সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে।

জুলাই সনদকে “বিশ্ব রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত” উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে এমন কোনো উদাহরণ নেই, যেখানে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের কাঠামো তৈরি করেছে। বাংলাদেশের ঐকমত্য মডেল এখন অন্যান্য সংকটকালীন রাষ্ট্রের জন্য অনুপ্রেরণা হতে পারে।

ড. ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি, দীর্ঘ আলোচনাপর্বে গণমাধ্যমের অবদানকেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই ঐক্য আমাদের অর্জিত সবচেয়ে বড় সম্পদ। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মর্যাদা রক্ষায় এই ঐক্য অটুট রাখতে হবে।

এম

Link copied!