আসছে টানা ৩ দিনের ছুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১২:১৭ পিএম
আসছে টানা ৩ দিনের ছুটি

চলতি বছরের শেষদিকে চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরের বড়দিন বৃহস্পতিবার হওয়ায় তার সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। ফলে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বরকে ঘিরে উপভোগ করতে পারবেন দীর্ঘমেয়াদি বিশ্রাম।

বড়দিনের ছুটির সঙ্গে সপ্তাহান্তিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা তিন দিন বিশ্রাম নিতে পারবেন।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন পেয়েছে। উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবার (৬ অক্টোবর) অনুমোদনের পর জানা গেছে, আগামী বছরে সরকারি ছুটি মোট ২৮ দিন হবে। তবে শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলিয়ে প্রকৃত কার্যদিবসের ছুটি থাকবে ১৯ দিন।

এম

Link copied!