পে স্কেল কার্যকর হতে যাচ্ছে কবে জানাল কমিশন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:১৪ পিএম
পে স্কেল কার্যকর হতে যাচ্ছে কবে জানাল কমিশন

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবগঠিত পে কমিশন দ্রুত কাজ শুরু করেছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র ও অর্থনৈতিক উপদেষ্টাদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরুতেই, অর্থাৎ জানুয়ারি ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রস্তাবনা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। কমিশন ডিসেম্বরের মধ্যেই তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দিতে চায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা পড়লে ডিসেম্বর বা জানুয়ারি মাসেই সেটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার। এরপরই নতুন বেতন কাঠামো কার্যকর শুরু হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, যার কাজ ডিসেম্বরেই শুরু হবে। তিনি নিশ্চিত করেন, গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করলেও এটি আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে।

দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকার প্রশাসনিক সংস্কারেও গুরুত্ব দিচ্ছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের কাজের জবাবদিহি ও দক্ষতা বাড়াতে নতুন মূল্যায়ন পদ্ধতি ‘জিপিএমএস’ চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন বেতন কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কারের কাজটিও চূড়ান্ত হবে।

এসএইচ 
 

Link copied!