রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়তে ভয় পাচ্ছেন মালিক ও শ্রমিকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৩ এএম
রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়তে ভয় পাচ্ছেন মালিক ও শ্রমিকরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’-এর কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও দূরপাল্লার বাস সীমিত পরিসরে ছাড়া হচ্ছে।

সকাল থেকে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে কেবল অল্পসংখ্যক দূরপাল্লার বাস চলাচল করছে। পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তারা নিরাপত্তার কারণে বাস ছাড়াতে ভয় পাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন মালিক বলেন, “বাস চলাচল বন্ধের কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। তবে আতঙ্কের কারণে অনেক মালিক হয়তো নিজেরাই বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।”

বাসের কয়েকজন কাউন্টারকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, “আজ বাস চালানো হচ্ছে না। যারা আগেই টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। মালিকরা ভয়ে বাস বন্ধ রেখেছেন।”

মোক্তার হোসেন নামের এক যাত্রী জানান, “আজ ভোরে পটুয়াখালী যাওয়ার কথা ছিল। অগ্রিম টিকিট কেটেছিলাম। কিন্তু সকাল ৬টার দিকে জানানো হয় বাস চলবে না। তবু স্ট্যান্ডে এসেছি, যদি কোনোভাবে যাওয়া যায়।”

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রিন লাইন, সাকুরা, সেন্টমার্টিন, এনা, সৌখিন, আলম এশিয়াসহ কয়েকটি বড় পরিবহন কোম্পানির অল্পসংখ্যক বাস সীমিতভাবে চলাচল করছে। ঢাকার ভেতরের বিভিন্ন রুটে লোকাল বাসও সীমিত আকারে চলাচল করছে।

এম

Link copied!