বিচারকের বাসায় ঢুকে হত্যাকাণ্ড

হামলাকারীর বিরুদ্ধে আগেই জিডি করেছিলেন বিচারকের স্ত্রী

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৮:২৯ পিএম
হামলাকারীর বিরুদ্ধে আগেই জিডি করেছিলেন বিচারকের স্ত্রী

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আগেই সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বিচারকের স্ত্রী তাসনিম নাহার। সিলেটের সুরমা থানায় এই জিডি করা হয়েছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। হামলার সময় বিচারকের স্ত্রী তাসনিম নাহার ও হামলাকারী যুবক দুজনই আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, দুপুর আড়াইটার দিকে লিমন নামে এক যুবক ভবনে প্রবেশ করেন। বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয় দিয়ে তিনি পাঁচতলায় ফ্ল্যাটে যান। ভবনে প্রবেশের সময় তিনি দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে যান এবং তার হাতে একটি ব্যাগ ছিল। প্রায় আধা ঘণ্টা পর ফ্ল্যাটের গৃহকর্মী দৌড়ে এসে জানান, ভেতরে বিচারকের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে ভবনের অন্য বাসিন্দারা গিয়ে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে গিয়ে দেখা যায়, বিচারকের ছেলে সুমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত বিচারকের স্ত্রী ও হামলাকারী যুবককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ঘটনার পর বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পেশায় চালক ছিলেন এবং তাদের মধ্যে পূর্ববিরোধ থাকতে পারে।

পুলিশ কমিশনার আরও জানান, সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে বিচারকের স্ত্রী তাসনিম নাহার আগেই জিডি করেছিলেন। কেন এই ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।

এসএইচ 
 

Link copied!