উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৪১ পিএম
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার সামনে হঠাৎ দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে নিউমার্কেট থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। কারা, কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি উদ্দেশ্যপ্রণোদিত ভয়-সৃষ্টি বা নাশকতার চেষ্টা হতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।

এম

Link copied!