সাড়ে ১৫ মাসে অন্তর্বর্তী সরকারের কী কী সাফল্য, জানালেন প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:৫৮ এএম
সাড়ে ১৫ মাসে অন্তর্বর্তী সরকারের কী কী সাফল্য, জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে সাড়ে ১৫ মাসে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলো তুলে ধরেন। সামাজিক মাধ্যমে চলমান সমালোচনা ও ব্যঙ্গের জবাবে তিনি জানান, এই সরকার তার লক্ষ্য অর্জনে অন্য সরকারের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

প্রেস সচিবের কথায়, “নামেই অন্তর্বর্তী সরকার, কিন্তু কর্মকাণ্ডে এটি গ্রাম-স্তরের কার্যকারিতা দেখিয়েছে। অনেকে এটিকে ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন মনে করেন। তবে বাস্তবে এ সরকার অনেক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।”

তিনি প্রধান কিছু অর্জন তুলে ধরেন:

  • দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে এবং প্রতিশোধমূলক হামলা বন্ধ হয়েছে।
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি সম্পন্ন হয়েছে, কোনো লবিং ফার্ম ছাড়াই।
  • মাত্র ১৫ মাসে রেকর্ডসংখ্যক আইন পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাপক শ্রম সংস্কার।
  • জুলাই ঘোষণাপত্র ও চার্টার জাতীয় রাজনীতিতে নতুন সমঝোতা তৈরি করেছে।
  • সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ব্যবহারের সুযোগ সীমিত করবে।
  • লালদিয়া টার্মিনালে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর অপারেটরের সঙ্গে চুক্তি হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।
  • নতুন বৈদেশিকনীতি কাঠামো বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছে।
  • অর্থনীতি স্থিতিশীল হয়েছে, ব্যাংকিং খাতের দুর্নীতি কমেছে, এবং খাদ্য মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে কমে ৭ শতাংশে এসেছে।
  • অতীত অপব্যবহারের জবাবদিহি শুরু হয়েছে।
  • গুম বন্ধ এবং চরমপন্থি রাজনৈতিক সংস্কৃতি নিষ্ক্রিয় হয়েছে।
  • র‍্যাব ও গোয়েন্দা সংস্থা আইনের অধীনে কার্যক্রম পরিচালনা করছে।
  • গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরায় নিশ্চিত হয়েছে, সাম্প্রতিক ১৬ মাসে কোনো সাজানো ‘ক্রসফায়ার’ ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রেস সচিব বলেন, “বাংলাদেশের কোনো সরকারই এত কম সময়ে এত গুরুত্বপূর্ণ অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই পনেরো-সাড়ে পনেরো মাসে করেছে।”

এম

Link copied!