নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে চলছে কৌশলগত পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:০৯ পিএম
নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে চলছে কৌশলগত পরিকল্পনা

ফাইল ছবি

সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন।

আগামী ২৩ নভেম্বর সোমবার সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

বেতন–ভাতার বিদ্যমান কাঠামো পর্যালোচনা করে নতুন সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়েছে বলে কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

কমিশন বলছে, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক কাঠামো যুগোপযোগী করতে এই আলোচনাকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছে কমিশন। চারটি পৃথক শ্রেণিতে প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত এসব মতামত আসন্ন সুপারিশ তৈরিতে ব্যবহৃত হবে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।

এসএইচ 

Link copied!