পে স্কেল নিয়ে সবশেষ বিস্তারিত জানালেন কমিশন চেয়ারম্যান 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৭:২১ পিএম
পে স্কেল নিয়ে সবশেষ বিস্তারিত জানালেন কমিশন চেয়ারম্যান 

ফাইল ছবি

নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় বেতন কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বৈঠকে কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব বৈঠকে উপস্থিত হতে পারেননি। পরবর্তী সময়ে তাদের অন্তর্ভুক্ত করে আরেক দফা আলোচনা করা হবে। কবে নাগাদ সুপারিশ জমা দেওয়া হতে পারে-এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনা শেষ হলেই দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা চলছে।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামো কেমন হবে, কোন দিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, বাস্তবায়নযোগ্যতা ও আর্থিক সক্ষমতার বিষয়গুলো কীভাবে বিবেচনায় আসবে-এসব বিষয়ে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন। সচিবরাও বিভিন্ন প্রস্তাব, উদ্বেগ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। কমিশন জানিয়েছে, সেসব মতামত গুরুত্ব সহকারে পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে।

সূত্র বলছে, সচিবদের সঙ্গে এই বৈঠকটি কমিশনের কার্যক্রমের শেষ ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এ কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও কাঠামোগত দৃষ্টিভঙ্গিই পে–স্কেল প্রণয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এর আগে বিভিন্ন কর্মকর্তা–কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় হয়েছে এবং তারা বেতন কাঠামো নিয়ে বিস্তারিত প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব কমিশন ইতোমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করেছে।

নতুন পে–স্কেলের রূপ কী হবে, তা কোন তারিখ থেকে কার্যকর হতে পারে-এসব বিষয় নিয়েও সচিবদের সঙ্গে বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে ৩০ নভেম্বর সময়সীমা বেঁধে দিয়েছেন বিভিন্ন কর্মকর্তা–কর্মচারী সংগঠনের নেতারা। সময়মতো সুপারিশ না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে পে কমিশন।

তথ্যমতে, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। গঠনতন্ত্রে উল্লেখ ছিল, প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারকে জমা দিতে হবে।

নতুন পে–স্কেলকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বেড়েছে। আর সচিবদের সঙ্গে এই বৈঠক শেষ হওয়ায় প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ
 

Link copied!