৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০৯ পিএম
৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। ইতোমধ্যে আন্দোলনের একটি পক্ষ মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে, যা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। ‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার।

তিনি বলেন, ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতির পর মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। ২৭ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে প্রধান শিক্ষকসহ ১১টি সংগঠন রয়েছে। তাদের আন্দোলন কর্মসূচি শুরু হবে ৩০ নভেম্বর থেকে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৯ নভেম্বর পর্যন্ত দাবি বাস্তবায়ন না হলে সহকারী শিক্ষকরা সারা দেশে একযোগে কর্মবিরতিতে যাবেন এবং দাবি না মানা পর্যন্ত তা চলবে।

গত ৮ নভেম্বর তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা। আন্দোলনের সময় পুলিশি লাঠিচার্জ, জলকামান, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলার শিকার হন তারা। তৃতীয় দিন রাতে সরকার থেকে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়। তখন শিক্ষক নেতারা জানিয়েছিলেন, নভেম্বরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি না হলে পূর্ণদিবস কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা দাবি করে আসছেন-দশম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এসএইচ 

Link copied!