ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ধাপে ধাপে ১১টি ইউনিট পাঠানো হয়েছে এবং আরও পাঁচটি ইউনিট অবস্থান গ্রহণের জন্য রাস্তায় রয়েছে।
রাশেদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না, তারও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের বসতি ও বাড়িঘর রক্ষার চেষ্টা চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :