চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি

ফাইল ছবি

চলতি বছর শেষ হতে আরও এক মাসের বেশি সময় বাকি। ডিসেম্বর মাসের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাকরিজীবীরা বড়দিনে টানা তিন দিনের ছুটির স্বাদ পাবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এই মাসে দুটি সাধারণ ছুটি রয়েছে। বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।

বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে। ফলে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন কর্মীরা।

নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকায়, ডিসেম্বরের এই দুটি ছুটি বছরের শেষ সময়ে ছুটির আনন্দ আরও বাড়িয়ে দেবে।

এসএইচ 

Link copied!