পে-স্কেল

ডিসেম্বরেই চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি, সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর্বিন্যাসে গুরুত্ব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১২:৩২ পিএম
ডিসেম্বরেই চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি, সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর্বিন্যাসে গুরুত্ব

সরকারি কর্মচারীরা নবম পে-স্কেল ডিসেম্বরে বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। ৩০ নভেম্বরের আল্টিমেটাম শেষ হওয়ায় নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কর্মচারীদের সম্ভাব্য আন্দোলন নিয়ে মাথা ঘামাচ্ছেন না, বরং সুপারিশ চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছেন।

পে-কমিশনের নাম অপ্রকাশিত এক কর্মকর্তা জানিয়েছেন, “আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার। কমিশনের কাজ সুপারিশমালা তৈরি করা, যা নির্ধারিত সময়েই জমা হবে।”

নবম পে-স্কেল নিয়ে পে-কমিশন চারটি ধাপে ৭০ এর বেশি সচিবের সঙ্গে আলোচনা করেছে। সচিবরা বাস্তবসম্মত সুপারিশ করার পরামর্শ দিয়েছেন এবং আকাশচুম্বী বেতন বৃদ্ধির প্রস্তাব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাদের মতামত অনুযায়ী, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে বেতন স্কেল সামঞ্জস্য রাখা এবং আগামী ৫–১০ বছরের নিত্যপণ্যের মূল্য ওঠানামা বিবেচনা করা হবে।

কমিশনের কর্মকর্তা আরও জানান, চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি পুরোদমে চলমান এবং অর্ধেকের বেশি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সুপারিশ দাখিলের সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠকে তারা কমিশনের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে সন্তুষ্ট। কমিশনের সদস্যদের পরামর্শ অনুযায়ী সুপারিশ চূড়ান্ত হবে।

এম

Link copied!