কাতারে মুগ্ধতা ছড়ানো কে এই জারা নূর?

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৩:১৮ পিএম
কাতারে মুগ্ধতা ছড়ানো কে এই জারা নূর?

ছবি: সংগৃহীত

জারা নূর আব্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন জয় করলেন। সাম্প্রতিক ছবি ও ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন ‘জেবাইশ’ খ্যাত এই তারকা।

সম্প্রতি কাতার থেকে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় ব্রাউন রঙের আকর্ষণীয় এক এনসেম্বলে তাকে। ছবিগুলোর ক্যাপশনে জারা লিখেছেন, এটি এক পোশাক এবং বহু জায়গার গল্প-একটি কাতারি বন্দর, বিভিন্ন খাবারের স্টপ, যার ছবি তোলা হয়নি কেবল ক্ষুধার কারণে। সঙ্গে ছিল তীব্র বাতাস আর তার নূরীর দীপ্তি।

অন্য এক পোস্টে কয়েকটি ছবি ও ভিডিও দিয়ে জারা লিখেছেন, বাতাসে যেন মেশক আর চন্দনের সুগন্ধ। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টগুলো। মন্তব্যে ভক্তরা উচ্ছ্বাসে ভরিয়ে দেন তার ইনস্টাগ্রাম। সাবেক অভিনেত্রী আরিজ ফাতিমাও একটি ব্রাউন হার্ট ইমোজি দিয়ে প্রশংসা জানান। তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী।

ইনস্টাগ্রামে জারা নূরের অনুসারী এখন ৬.৮ মিলিয়নের বেশি। সমালোচকদের মতে, পেশার প্রতি তার নিষ্ঠা ও ধারাবাহিক জনপ্রিয়তাই তাকে প্রতিনিয়ত আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

এসএইচ
 

Link copied!