তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০২:৪৮ পিএম
তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় যেসব বিশেষ ব্যবস্থা প্রয়োজন-সরকার সেসব দিতেই প্রস্তুত। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন, সেগুলো দেওয়ার জন্যও প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

এসএইচ  
 

Link copied!