শিক্ষক আন্দোলনের নেতা সামছুদ্দীনকে হঠাৎ স্ট্যান্ড রিলিজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:২৭ পিএম
শিক্ষক আন্দোলনের নেতা সামছুদ্দীনকে হঠাৎ স্ট্যান্ড রিলিজ

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীনকে নোয়াখালীর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে বদলি করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশাসনিক কারণ দেখিয়ে এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নিশ্চিত করে।

সামছুদ্দীন সম্প্রতি বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর দায়িত্ব বদলকে শিক্ষক মহলের একটি অংশ প্রশাসনিক সিদ্ধান্ত বললেও, অনেকে তা আন্দোলন-পরবর্তী চাপের অংশ হিসেবে দেখছেন।

এসএইচ 

Link copied!