রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমাসহ চার নারী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:০৪ পিএম
রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমাসহ চার নারী

ফাইল ছবি

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৫ প্রদান করা হবে। রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এবার পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারী শিক্ষায় অবদান রাখায় ড. রুভানা রাকিব, নারী অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ক্রীড়াঙ্গণে সাফল্যের জন্য রিতু পর্ণা চাকমা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই পদক দেওয়া হয় সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারীদের স্বীকৃতিস্বরূপ। চারজন নারীর কাজ ও নেতৃত্ব সমাজে নারীর মর্যাদা ও ক্ষমতায়নের ক্ষেত্রে প্রেরণার উৎস হিসেবে ধরা হবে।

এ পদকের মাধ্যমে জাতীয় পর্যায়ে নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও ক্রীড়াঙ্গণের ক্ষেত্রে সমানভাবে অবদান রাখায় তাদের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

এসএইচ 

Link copied!