পে স্কেল বাস্তবায়নে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ পিএম
পে স্কেল বাস্তবায়নে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে?

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ রোববার (১৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সরকারি কর্মচারী নেতারা। বৈঠকে দাবি পূরণের যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি সরকারের অবস্থান জানতে চাইবেন তারা।

এর আগে সরকারি চাকরিজীবীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে পরবর্তী করণীয় ঠিক করতে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।

সংগঠনের নেতারা জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে আজকের সাক্ষাতে যদি সন্তোষজনক সমাধান না আসে, তাহলে আগামীকাল ১৫ ডিসেম্বর নিজেদের মধ্যে জরুরি সভা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর বলেন, “দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একাধিক বৈঠক করেছি। আজ অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরব। তার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ১৫ ডিসেম্বর সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে একটি পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে সরকারি কর্মচারীদের দাবি, কমিশনের সুপারিশের অপেক্ষা না করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

এম

Link copied!