বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৩৭ পিএম
বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরশান্তিতে শায়িত হয়েছেন। হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের সমাগমে তার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। নামাজ শেষে মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। পুরো এলাকায় শোকের এক ভারী আবহ সৃষ্টি হয়।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে কবর খনন ও সমাহিতের প্রস্তুতি নেওয়া হয়। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডিএমপি রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

শেষকৃত্যে অংশ নেওয়া মানুষদের চোখে অশ্রু, মুখে শোকের ছাপ এবং হৃদয়ে হাদির প্রতি গভীর শ্রদ্ধা স্পষ্ট হয়ে ওঠে। বিদ্রোহী কবির পাশে শায়িত হয়ে দেশের বিপ্লবী নেতা হিসেবে হাদির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসএইচ 

Link copied!