ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, বিভিন্ন দেশ থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে মোট ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, হংকং, তাইওয়ানসহ আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা এ নিবন্ধনের আওতায় রয়েছেন।
নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে প্রায় ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
এম
আপনার মতামত লিখুন :