ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
সোমবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার ঘটনায় দুটি বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ওই ট্রাইব্যুনালের কার্যক্রমে পেশাদার গোয়েন্দা সহায়তা নিশ্চিত করা।
আবদুল্লাহ আল জাবের বলেন, এই ঘটনায় আর কোনো কালক্ষেপণ চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু রাখতে হলে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এটিই ইনকিলাব মঞ্চের মূল দাবি।
তিনি জানান, এ ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে সেই সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার বিকেল তিনটায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি জানানো হবে। তিনি বলেন, এরপর সিদ্ধান্ত হবে সরকারকে সহযোগিতা করা হবে, নাকি সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকেই শুরু হবে।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ওসমান হাদির হত্যার বিচার না করে সরকারের স্থিতিশীলতার নামে আপস করার কোনো টিম তিনি তৈরি করেননি। দেশের জনগণ হাদির টিমের সঙ্গে থাকুক বা না থাকুক, তার হত্যার বিচারের দাবিতে রাজপথে অবস্থান চলবে। বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার রাজনীতি ওসমান হাদির আদর্শ নয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :