ফাইল ছবি
নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদককেও গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য ৫০ জনের একটি তালিকা থাকার প্রসঙ্গ তুলে ধরলে উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে আছেন বা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে বসে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করেছে।
তিনি জানান, তালিকাভুক্ত সবাইকে গানম্যান দেওয়া হলেও অনেকে তা নিতে চাননি। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে।
২০ জনের সবাই রাজনীতিবিদ কি না-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত কিছু জানাতে চাননি। তবে তিনি বলেন, যাদের ঝুঁকি বিবেচনায় প্রয়োজন ছিল, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :