ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনকারীরা শাহবাগেই রাত কাটানোর ঘোষণা দিয়েছেন।
জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সন্ধ্যার পর সরেজমিনে দেখা গেছে, শাহবাগে আন্দোলনকারীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বানে বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। পুরো এলাকা জুড়ে স্লোগান ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর পরিণতিতে লাগাতার আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা।
তিনি আরও বলেন, সরকার শহীদ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু পদত্যাগ নয়, অপরাধীদের আইনের আওতায় আনা ছাড়া কোনো সমাধান নেই। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা অবস্থান ছাড়বেন না।
এম
আপনার মতামত লিখুন :