ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে নির্বাচনী তৎপরতা জোরালো হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর এ পর্যন্ত দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র ৩১ জন।
রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আঞ্চলিক হিসাবে দেখা যায়, ঢাকা অঞ্চলে সর্বাধিক ৫০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে জমা পড়েছে মাত্র ২টি। কুমিল্লা অঞ্চলে ৪০৫ জন মনোনয়নপত্র নিলেও এখনো কোনোটি জমা হয়নি। ময়মনসিংহ অঞ্চলে ৩৩৯ জনের বিপরীতে জমা পড়েছে ৭টি। খুলনায় ৩০২ জন মনোনয়নপত্র নিয়েছেন, জমা দিয়েছেন ১ জন। রংপুর অঞ্চলে ২৮৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন ৩ জন। রাজশাহীতে ২৬৯ জন মনোনয়নপত্র নিলেও কেউ জমা দেননি। চট্টগ্রামে ২৪০ জনের মধ্যে জমা পড়েছে ২টি। বরিশালে ১৬১ জনের বিপরীতে জমা পড়েছে ৭টি। ফরিদপুর অঞ্চলে ১৪১ জন মনোনয়নপত্র নিয়েছেন, জমা দিয়েছেন ৮ জন। সিলেটে ১২৭ জনের মধ্যে জমা পড়েছে ১টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, শেষ সময় ঘনিয়ে এলে মনোনয়নপত্র জমার সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :