ড. ইউনূসের সঙ্গে ভারত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ না হওয়ার রহস্য!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:০৬ পিএম
ড. ইউনূসের সঙ্গে ভারত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ না হওয়ার রহস্য!

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়নি।

সফরকালে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা বাংলাদেশে উপস্থিত ছিলেন। তবে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলেও ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানান, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাদা আলোচনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রসঙ্গে না দেখা উচিত। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় তাঁর আগমনকে ইতিবাচক জেসচার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে দুই দেশের চলমান সম্পর্কের উত্তেজনা দূর হবে কি না, তা ভবিষ্যতই নির্ধারণ করবে।

এসএইচ 

Link copied!